Home বাংলাদেশ আবাসিক হোটেল থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আবাসিক হোটেল থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

58

আবাসিক হোটেল থেকে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবাসিক হোটেল থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বরিশালে থেকে।

৪ ডিসেম্বর রোববার বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরে আগে একই দিন দুপুরে নগরীর লঞ্চঘাট সংলগ্ন ‘রোজ হ্যাভেন’ নামের আবাসিক হোটেলের ৪০৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার কাসেম মৃধার ছেলে নিহত হৃদয় মৃধা (২২)। তিনি একটি লাইটার জাহাজে গ্রিজার পদে চাকরি করতেন।

জানা যায় শনিবার (৩ ডিসেম্বর) ওই হোটেলটিতে ওঠেন হৃদয়। পরে রোববার সকাল থেকে কক্ষ থেকে বের হননি তিনি। এ সময় সাড়াশব্দ না পেয়ে হোটেল স্টাফরা পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ গিয়ে কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় হৃদয়ের মরদেহ উদ্ধার করে।

৪ ডিসেম্বর রোববার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদয়ের শরীরে কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। ইতোমধ্যে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানানো হয়েছে বলে জানান উপপরিদর্শক(এসআই) আরাফাত হোসেন।