Home বাংলাদেশ আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক সহ দুই মাদক কারবারি আটক

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক সহ দুই মাদক কারবারি আটক

5

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৬০০(ছয়শত) গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৬০০(ছয়শত) গ্রাম গাঁজা উদ্ধার।  গ্রেফতার ২জন।গতকাল ১৩ জুলাই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ  বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী, এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন পাড়ার মৃত ছাদেক আলীর ছেলে মোঃ জব্বার (৬০), ও বন্ডবিল উত্তর পাড়া গ্রামের মোঃ শামিমের ছেলে মোঃ রাশেদুল ইসলাম @ জুয়েল (২৩) কে গতকাল বেলা ২  ঘটিকার সময় আলমডাঙ্গা থানাধীন গড়চাপড়া মাঠপাড়া গ্রামের মোঃ সুজন  এর বসত বাড়ীর উঠান হইতে ৬০০(ছয়শত) গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।