Home কুষ্টিয়া এপেক্স ক্লাব অফ কুষ্টিয়ার ইফতার ও দোয়া মাহফিল

এপেক্স ক্লাব অফ কুষ্টিয়ার ইফতার ও দোয়া মাহফিল

32

এপেক্স ক্লাব অফ কুষ্টিয়ার ইফতার ও দোয়া মাহফিল

এপেক্স ক্লাব অব কুষ্টিয়া জেলা-৬, ক্লাব-২৪ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়ন বোয়ালদাহ হাজী খয়বার আলী দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উক্ত দোয়া ও ইফতার মাহফিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৬ এর সেক্রেটারি এপে. নূরুন্নবী বাবু, এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট এপে. ফরহাদ হাসান সুমন, সেক্রেটারি এন্ড ডিনার ডিরেক্টর এপে. শাহারিয়া ইমন রুবেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, মেম্বারসিপ ও এটেনডেন্ট ডিরেক্টর এপে. মিরাজুল ইসলাম, সাংবাদিক এমদাদুল হক মিলন, এতিমখানার ঈমান ও ছাত্ররা।

এসময় যে সকল এপেক্সিয়ান মৃত্যু বরণ করেছেন এবং যারা অসুস্থ আছেন তাদের জন্য বিশেষ দোয়া করা হয়।