Home কুষ্টিয়া কুষ্টিয়ায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু 

কুষ্টিয়ায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু 

223

কুষ্টিয়ায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আবু জাহিদ (৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু আবু জাহিদ একই এলাকার আসিক আলীর ছেলে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া মন্ডলপাড়া গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় ওই শিশুটি নিহত হয়২৯ জানুয়ারি, রবিবার দুপুর দেড়টার দিকে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু আবু জাহিদ তার বাড়ির সামনে খেলছিল। এসময় দ্রুত গতির ব্যাটারিচালিত ইজিবাইকের সামনে দিয়ে একটি কুকুর দৌড়ে রাস্তা পার হলে ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশুটিকে চাপা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়ার দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশুর দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান।