Home কুষ্টিয়া কুষ্টিয়ায় জমকালো ভাবে ভিরো ফ্যাশান শো’রুমের উদ্বোধন 

কুষ্টিয়ায় জমকালো ভাবে ভিরো ফ্যাশান শো’রুমের উদ্বোধন 

224

কুষ্টিয়ায় জমকালো ভাবে ভিরো ফ্যাশান শো’রুমের উদ্বোধন

এস কে সুমন: রবিবার ২ এপ্রিল ২০২৩ শে উদ্বোধন হয়ে গেল দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড VERO এর ৩য় তম আউটলেট। অত্যাধুনিক আউটলেট এর নারী-পুরুষ ও শিশুদের পোশাক পণ্যগুলো পাওয়া যাবে।

VERO এর স্বত্বাধিকারী পরিচালক সাকিবুর রহমান আউটলেট উদ্বোধন করেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহোদয় এ সময় VERO অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন |VERO তার গ্রাহকের চাহিদা মেটাতে এবং বাংলাদেশি কারিগরদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারাদেশে তার পরিধি বিস্তার করে আসছে | কুষ্টিয়াতে আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত” মন্তব্য করেন স্বত্বাধিকারী পরিচালক সাকিবুর রহমান।

এছাড়াও গ্রাহকরা কুষ্টিয়া VERO নতুন আউটলেটের সীমিত সময়ের জন্য 5000 টাকা বা তার বেশি কেনাকাটা করে “মাই VERO রিওয়ার্ডস কার্ড এর সদস্য হতে পারবেন এবং সারা বছর ব্যাপী বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন | তাছাড়া মাই VERO রিওয়ার্ডস কার্ড এর অন্তর্ভুক্ত সদস্যরা VERO কুষ্টিয়া আউটলেটের প্রতিটি কেনাকাটায় দ্বিগুণ পয়েন্ট অর্জন করতে পারবেন ১০ মার্চ পর্যন্ত।

আউটলেটের ঠিকানা: চাঁদ মোহাম্মদ রোড থানা পাড়া কুষ্টিয়া।