Home কুষ্টিয়া কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতির বিজয় র‍্যালী, আলোচনা সভা, ক্রীড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত 

কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতির বিজয় র‍্যালী, আলোচনা সভা, ক্রীড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত 

136

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বিজয় র‍্যালী, আলোচনা সভা, ক্রীড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

আজ ১৬ই ডিসেম্বর, ২০২২ ইং শুক্রবার সকাল ৯ টায় সিনিয়র আইনজীবী, কুষ্টিয়া জজ কোর্টের সাবেক পিপি, জিপি ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম দুলাল এবং সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠুর নেতৃত্বে জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রায় অর্ধশতাধিক আইনজীবী পরিবারের দল সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শহীদ সকলের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাড. আব্দুল ওয়াদুদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামসুজ্জামান মনি, সিনিয়র আইনজীবী অ্যাড. মীর আরশেদ আলী, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অ্যাড. আবু জাফর সিদ্দিকী, নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. মেহেদী হাসান সিদ্দিকী, অতিরিক্ত পিপি ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. শামস তানিম মুক্তি, কুষ্টিয়া আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন টুকু, লাইব্রেরী সম্পাদক অ্যাড. আব্দুস সাত্তার শাহেদ, অতিরিক্ত পিপি ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সিনিয়র সদস্য নিজাম উদ্দিন, সিনিয়র সদস্য অ্যাড. রাজীব আহসান রঞ্জু, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও এজিপি অ্যাড. শীলা বসু, জুনিয়র সদস্য অ্যাড. মোকলেসুর রহমান পিন্টু, অ্যাড. জমিরন খাতুন, অ্যাড. কে এম আরিফুর রিপন, অ্যাড. কামরুল হাসান খোকন, অ্যাড. বশির উদ্দিন, অ্যাড. লিজাসহ আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সদস্য সচিব অ্যাড. মোঃ মুহাইমিনুর রহমান পললসহ অর্ধশত আইনজীবীবৃন্দ।

অনুষ্ঠানের ২য় পর্বে সকাল ১১ টায় কুষ্টিয়া কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য কুষ্টিয়া জজ কোর্টের জিপি ও কুষ্টিয়া ল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ.স.ম. আখতারুজ্জামান মাসুম রাখেন সাবেক ছাত্রনেতা ও আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাড. আকরাম হোসেন দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনোয়ারুল ইসলাম মনিরুল, সিনিয়র আইনজীবী অ্যাড. দেওয়ান সরোয়ার ও অ্যাড. সুব্রত চক্রবর্তী। এসময় আরো উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও এজিপি অ্যাড. নাজমুন নাহারসহ অর্ধশত আইনজীবীগণ।

অনুষ্ঠানের ৩য় পর্বে দুপুর ৩টায় স্টেটিডিয়ামে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাথে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সাথে প্রীতি ফুটবল ম্যাচ, বিকাল ৪ টায় কুষ্টিয়া স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুমারখালি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. নিজামুল হক চুন্নু, আইনজীবী আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা অ্যাড. সাইফুর রহমান সুমন, অ্যাড. মর্জিনা খাতুন, অ্যাড. সালমা সুলতানা, অ্যাড. সানোয়ারা খাতুন সানু, অ্যাড. হাফিজুল হক মুনির, অ্যাড. জাবেদ আক্তার জাসিব, অ্যাড. সাইফুল ইসলাম রানা, অ্যাড. বিকাশ কুমার সৌম্যসহ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী ও তাদের পরিবার বর্গ। ক্রীড়া পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাড. শাতিল মাহমুদ।