Home কুষ্টিয়া কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

125

কুষ্টিয়ায় জেলা প্রশাসন,ও মহিলা বিষয়ক অধিদপ্তরের,আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

কুষ্টিয়ায় নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ৮ আগস্ট সোমবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসন, কুষ্টিয়া এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, কুষ্টিয়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কুষ্টিয়া, উপপরিচালক, স্থানীয় সরকার, কুষ্টিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কুষ্টিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুষ্টিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কুষ্টিয়া সদর, বিজ্ঞ জিপি এবং জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।