Home কুষ্টিয়া কুষ্টিয়ায় ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

10

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে ‌৫০ বোতল ফেনসিডিল সহ ১ মাদক চোরকারবারীকে তার ভাড়াকৃত বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ মে) দিবাগত রাত ০০.০৫ ঘটিকার সময় খোকসা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তফা হাবিবুল্লাহর, নেতৃত্বে এসআই (নিঃ) দীপন কুমার ঘোষ, সঙ্গীয় ফোর্স এএসআই (নিঃ) মুশফিকুজ্জামান খান চৌধুরী, এএসআই (নিঃ) মোঃ খাদেমুল গাফ্ফার, কনেস্টবল মোঃ বাসানুর রহমান, মোঃ মেহেদী হাসান, সহ থানা এলাকায় খোকসা বাসষ্টান্ডে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিক্তিতে খোকসা থানাধীন বি-মির্জাপুর গ্ৰামস্থ শাহানাজ সুলতানা, স্বামী-মৃত আশরাফুল হক বাবু এর বাড়ীর ভাড়াটিয়া তার ভাড়াকৃত ঘরে ৫০ বোতল ফেন্সিডিল নিয়ে অবস্থানকালে ১ মাদক কারবারিকে আটক করে খোকসা থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলেন– রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন বোয়ালিয়া এলাকার ইদ্রিস মোল্লার ছেলে সুজন মোল্লা (৩২)।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন যাবৎ বাসা ভাড়া নিয়ে আশ পাশের এলাকায় ফেনসিডিল বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মামলা রজু করা হয়েছে পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কুষ্টিয়ার খোকসা থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।