Home কুষ্টিয়া কুষ্টিয়ায় বৃষ্টির সময় ড্রেনে পড়ে এক শিশুর করুণ মৃত্যু

কুষ্টিয়ায় বৃষ্টির সময় ড্রেনে পড়ে এক শিশুর করুণ মৃত্যু

9

কুষ্টিয়ায় বৃষ্টির সময় ড্রেনে পড়ে এক শিশুর করুণ মৃত্যু

মঙ্গলবার (১১জুলাই) বৃষ্টির সময় কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় তার নিজ বাসার সামনের ড্রেনের পানিতে পড়ে স্রোতে তলিয়ে যায় একটি শিশু । তবে কেউ খেয়াল করে নাই। পরে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করে তার খোজ মেলেনি। বৃষ্টি থেমে গেলে এর কয়েক ঘন্টা পরে ড্রেনের মাথায় স্থানীয়রা ভেসে থাকতে দেখেন শিশুটিকে।

সেখান থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।