Home বাংলাদেশ কুষ্টিয়ায় শ্রমিকলীগ নেতা মন্টুর দাফন সম্পন্ন

কুষ্টিয়ায় শ্রমিকলীগ নেতা মন্টুর দাফন সম্পন্ন

4

কুষ্টিয়ায় শ্রমিকলীগ নেতা মন্টুর দাফন সম্পন্ন

কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া টেক্সটাইল মিলের শ্রমিকলীগের সাবেক সহসভাপতি ও উজানগ্রাম ইউনিয়নের সোনায়ডাঙ্গা গ্রামের সমাজপ্রতি কেরামত আলী মন্টুর দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই)বাদ যোহর উজানগ্রাম ইউনিয়নের সোনায়ডাঙ্গা মাধপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশ নেয় কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি ও জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার গোলাম মওলা, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপক আব্দুল মজিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন বিশ্বাস, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রয়াত শ্রমিকলীগ নেতার লিয়াকত আলী খান, ছোট ভাই

নাছের আলী খান প্রমুখসহ সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গগত, সোমবার (১৭ জুলাই) রাতে রাজধানী ঢাকার বারিধারায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মন্টু ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।