Home কুষ্টিয়া কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ 

1119

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার ভেড়ামারায় মেহেদী হাসান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন ।

১৯ নভেম্বর শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে নিহত মেহেদী হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ শেষে তিনজন শ্রমিক মোরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে যাত্রী ছাউনির কাছে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মেহেদী হাসান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দু’জন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা ষোলদাগ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান কুষ্টিয়ার ভেড়ামারা থানার ওসি প্রতাপ কুমার।