Home কুষ্টিয়া কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন গঠন।

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন গঠন।

12

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন গঠিত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের ক্যাফে সুইমে এ উপলক্ষে প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের আগের কমিটির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে সভায় অংশ নেন সিনিয়র সাংবাদিক এসএটিভির প্রতিনিধি নূর আলম দুলাল, নাগরিক টিভি প্রতিনিধি রাশেদুল ইসলাম বিপ্লব, নিউজ-২৪’র স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, বৈশাখী টিভি প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, চ্যানেল-২৪’র সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস, জিটিভি প্রতিনিধি সোহেল রানা, এনটিভি প্রতিনিধি সাবিনা ইয়াসমীন শ্যামলী, এশিয়ান টিভি প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি মিলন উল্লাহ, দেশটিভি প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি তাশরিক সঞ্চয়, এটিএন বাংলা প্রতিনিধি খন্দকার তুহিন আহমেদ, আনন্দ টিভি প্রতিনিধি ফিরোজ কায়সার, মোহনা টিভি প্রতিনিধি মিলন খন্দকার, গ্লোবাল টিভির প্রতিনিধি সনি আজিম প্রমুখ।

প্রারম্ভিক সভা শেষে উপস্থিত টিভি সাংবাদিকদের সম্মতিক্রমে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় দুই বছর মেয়াদী ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন সভার সভাপতি হাসান আলী।
সদ্য গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় নিউজ ২৪’র স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামানকে ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় চ্যানেল-২৪’র সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস

এছাড়া সহ-সভাপতি হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, সহ-সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ, যুগ্ম-সম্পাদক এশিয়ান টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, যুগ্ম-সম্পাদক দেশটিভি প্রতিনিধি নাহিদ হাসান তিতাশ, সাংগঠনিক সম্পাদক এনটিভি’র কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমীন শ্যামলী, কোষাধ্যক্ষ ৭১’টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি শাহীন আলী, দপ্তর সম্পাদক এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার তুহিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি ফিরোজ কায়সার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাছরাঙা প্রতিনিধি তাশরিক সঞ্চয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহনা টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি মিলন খন্দকার।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলাভিশন প্রতিনিধি হাসান আলী, এসএটিভি প্রতিনিধি নূর আলম দুলাল, নাগরিক টিভি প্রতিনিধি রাশেদুল ইসলাম বিপ্লব, আরটিভি’র স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, জিটিভি প্রতিনিধি সোহেল রানা, একুশে টিভি প্রতিনিধি জহুরুল ইসলাম, এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম, বিটিভি প্রতিনিধি তরিকুল ইসলাম, দীপ্ত টিভি প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, গ্লোবাল টিভির প্রতিনিধি সনি আজিম, যমুনা টিভি প্রতিনিধি রুহুল আমীন বাবু।
এছাড়া বিভিন্ন টেলিভিশনে কুষ্টিয়া জেলায় কর্মরত প্রতিবেদক ও প্রতিনিধিদের কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য করা হয়েছে।