Home বাংলাদেশ চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারী আটক ২

চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারী আটক ২

10

চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারী আটক ২

৪ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যাক্তিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের সামনের চেকপোস্ট থেকে শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার বেড়া থানার বকচর গ্রামের মো. মজনু প্রামাণিকের ছেলে মো. সোহাগ প্রামাণিক (২৬) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার কাটাবনিয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আব্দুল মোনাফ (৩৬)।

বিকেলে ওই চেকপোস্টে চট্টগ্রাম থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসে তল্লাশি করা হয়। এ সময় ৪ হাজার পিস ইয়াবাসহ ওই দুই ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।বলে জানান সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ওসি মো. জুলহাজ উদ্দীন।