Home বাংলাদেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা...

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

9

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রবিবার (২২ অক্টোবর ২০২৩) সকাল সাড়ে ১০টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে কুমিল্লা জেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এসপি মো: খাইরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালিতে অংশ গ্রহণ ও মূল্যবান বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ওভারটেকিং, যান্রিক ত্রুটি, ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থা, মহাসড়কে দ্রুতগতির পাশাপাশি ধীরগতির যানবাহন একসাথে চলা, উল্টোদিক হতে গাড়ি চালানো, ওভারব্রিজ ব্যবহার না করা, সার্ভিস লেন না থাকা এবং লিংক রোড থেকে হঠাৎ থ্রি হুইলার মহাসড়কে উঠে আসা, অনিরাপদ ভাবে লবনের ট্রাক চালানো, অনিরাপদ ভাবে বালুর ট্রাক, অনিরাপদ ভাবে ড্রাম ট্রাক চালানো, অবৈধভাবে ইজারার নামে মহাসড়কের কাঁচা বাজার ও স্থাপনা বসানোসহ নানাবিধ কারণে মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তিনি আরো বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। তাই মহাসড়ক নিরাপদ করতে হলে পুলিশ, বিআরটিএ, পরিবহন সেক্টরের মালিক – শ্রমিক নের্তৃত্ব, ড্রাইভার, হেলপার, মহাসড়ক ব্যবহারকারী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের একসাথে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল তাবরীজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুমিল্লা, মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, বিআরটিএ কুমিল্লার সহকারী পরিচালক আব্দুল মান্নান, অধ্যক্ষ কবির আহমেদ, সভাপতি কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও সহ-সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, তাজুল ইসলাম, কার্যকরী সভাপতি কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপসহ পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক নের্তৃত্ব, ড্রাইভার, হেলপার এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।