Home বাংলাদেশ জ্যান্ত বাইম মাছ গলায় আটকে মায়ের সামনে প্রাণ গেল শিশুর

জ্যান্ত বাইম মাছ গলায় আটকে মায়ের সামনে প্রাণ গেল শিশুর

108

জ্যান্ত বাইম মাছ গলায় আটকে মায়ের সামনে প্রাণ গেল শিশুর

জ্যান্ত বাইম মাছ নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত চলে যায় মুখের ভেতর সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নে। এ সময় গলায় আটকে নিশ্বাস বন্ধ হয়ে বাকপ্রতিবন্ধী এক শিশুর (১৩) মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে।

গোলাম রসুল ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে।

আমার ছেলে ও মেয়ে দুজনই বাকপ্রতিবন্ধী। বুধবার সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম। এ সময় সে বাইন মাছ নিয়ে খেলা করছিল। একপর্যায়ে হঠাৎ সে গোঙাতে থাকে। পরে কাছে এসে দেখি তার গলায় বাইম মাছ ঢুকে আটকে আছে। এ সময় অনেক চেষ্টা করেও বের করা যায়নি। পরে এলকাবাসীদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান মৃত শিশুটির মা আশুরা বিবি ।

বুধবার দুপুরে হাসপাতালে আনার পর শিশুটির ইসিজিসহ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় নিশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক তানভীর জাহান ।