Home বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গাছ ভেঙে পড়ে নিহত রিকশাচালক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গাছ ভেঙে পড়ে নিহত রিকশাচালক

5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গাছ ভেঙে পড়ে নিহত রিকশাচালক

একটি গাছ ভেঙে পড়ে এক রিকশাচালক নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। এই ঘটনায় একই রিকশার যাত্রী আহত হয়েছেন। তার নাম ওয়াহিদা বিনতে রোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যায় এলাকায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম শফিকুল ইসলাম।

ঘটনার পর আহত রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শফিকুলকে মৃত ঘোষণা করেন। আহত ওয়াহিদা বিনতে রোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।