Home কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ 

দৌলতপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ 

11

কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা সহ আটক ১।

রবিবার ভোর অনুমানিক ৬ টার সময় অভিযান পরিচালনা করেন । আটককৃত ব্যক্তি হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ মন্ডলপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে আলতাব হোসেন।

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দৌলতপুর থানা পুলিশের অফিসার এস আই মাসুম বিল্লাহ, এস আই জামাল হোসেন, কনস্টেবল খালিদ হাচান ও সঙ্গীয় অফিসার নিয়ে দৌলতপুর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা কালিন সময়ে ৬ আগষ্ট রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেশ কিছু ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়বিক্রয়ের জন্য ধর্মদহ মন্ডল পাড়ার কোরাবর হোসেনের বাড়ির সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আমাকে অবহিত করিলে আমার নির্দেশ ক্রমে ভোর অনুমানিক ৬ টার সময় অভিযান পরিচালনা করিলে ৪ কেজি গাঁজা সহ কোরবান আলীর ছেলে আলতাব আটক হয়। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।