Home খেলাধুলা ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

10

ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে পাকিস্তান।

সুপার ফোরে এটি পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ হলেও ভারতের প্রথম ম্যাচ। এর আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে জিতেছেন বাবর আজমরা। প্রথম পর্বেও হার দেখেনি পাকিস্তান। তাই দল হিসেবে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান।

বর্তমানে ওয়ানডের দারুণ ছন্দে উড়ছে পাকিস্তান। ম্যাচের আগে তাই নিজেদের খানিকটা এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক বাবর। পরিস্থিতি বিবেচনায় নিজেদের ভারতের চেয়ে কিছুটা এগিয়ে রাখছেন তিনি।

এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত-পাকিস্তান। বৃষ্টির কারণে এই দুই দলের মধ্যে গ্রুপের ম্যাচ ভেস্তে গিয়েছিল। রবিবার সুপার ফোরের ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আগা সালমান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।