Home বাংলাদেশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ২ জন নিহত রাজবাড়ীতে

ভ্যানে ট্রেনের ধাক্কা, ২ জন নিহত রাজবাড়ীতে

10

ভ্যানে ট্রেনের ধাক্কা, ২ জন নিহত রাজবাড়ীতে

সোমবার (৪ ডিসেম্বর) সকালে ট্রেনের ধাক্কায় রাজবাড়ীর কালুখালীতে একটি ভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।সুর্য‌্যদিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা‌ যায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সূর্য‌্যদিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি ব‌্যাটারি চা‌লিত ভ্যানের সাথে সংর্ঘষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় ভ‌্যান‌টি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

বিষয়‌টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ও‌সি সোমনাথ বসু‌।

রাজবাড়ী রেলওয়ে থানার ও‌সি সোমনাথ বসু‌ জানান ,ফায়ার সা‌র্ভিস ও জিআর‌পি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।