Home বাংলাদেশ মিরপুরে চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মেরে ফেলল কিশোর গ্যাং

মিরপুরে চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মেরে ফেলল কিশোর গ্যাং

11

মিরপুরে চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মেরে ফেলল কিশোর গ্যাং

শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীকে মেরে ফেলেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মিরপুর-১-এর ডি ব্লকে নিজ বাসার সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ওমর ফারুক ছিলেন মিরপুরের টায়ার ব্যবসায়ী।

জানা যায় স্থানীয় কিশোর গ্যাংয়ের একদল সদস্য ওমর ফারুকের কাছে চাঁদা দাবি করেছিল। ঘটনার সময় এ গ্যাংয়ের ৮/১০ সদস্য ফারুকের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এরপর আহত অবস্থায় মিরপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, তারা এখনও কোনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।