Home কুষ্টিয়া মিলপাড়া ক্যাম্প ও মডেল থানার যৌথ অভিযানে হিরোইন সহ আটক ৩

মিলপাড়া ক্যাম্প ও মডেল থানার যৌথ অভিযানে হিরোইন সহ আটক ৩

157

মিলপাড়া ক‍্যাম্প ও মডেল থানা যৌথভাবে অভিযান চালিয়ে আড়ুয়াপাড়ার নফসা মাজার রোড আজিজুল সড়কের হাজী ইসাহাক আলী ও আব্দুল আজিজের বাড়ির ভাড়াটিয়া কাছ থেকে ৬০ পুড়িয়া হিরোইন উদ্ধার।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, জগতির হিমা খাতুন, মোল্লাতেঘরিয়ার তানজিলা খাতুন ও কালিশংকরপুর মোল্লা পাড়ার মাছুদ শেখ।
এএসআই আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ই সেপ্টেম্বর ২০২২ ইং রবিবার দুপুরে আড়ুয়াপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ মেয়ে ও ১ ছেলেকে ৬০ পুরিয়া হিরোইনসহ গ্রেফতার করা হয়। তাদেরকে মাদকদ্রব্য আইনে মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।