Home বাংলাদেশ মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে কুষ্টিয়ার ৩ জন আহত

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে কুষ্টিয়ার ৩ জন আহত

7

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে কুষ্টিয়ার ৩ জন আহত

আজ ৩০ জুন শুক্রবার মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শাজাহান(৩০) জীবন(১৮) ও তুষার(২৫) নামের তিনজন গুরুতর আহত হয়েছে। উভয়ের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ জুন শুক্রবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।শাজাহান, জীবন ও তুষার তিন জন কুষ্টিয়ার খলিশাকুন্ডি থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিল এসময় মুজিবনগর থেকে মেহেরপুরে যাওয়া একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে মুজিবনগর ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হলে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

আরও জানা যায়,মোটরসাইকেলের বেপরোয়া গতি ও প্রাইভেট কারের রং রুটে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে।