Home বাংলাদেশ সংস্কারের ৯ মাসেই আবারও ধসে পড়লো সড়ক

সংস্কারের ৯ মাসেই আবারও ধসে পড়লো সড়ক

11

সংস্কারের ৯ মাসেই আবারও ধসে পড়লো সড়ক

সংস্কারের ৯ মাসের মধ্যেই পটুয়াখালীর বাউফলে ধসে পড়েছে একটি সড়কের বেশ কিছু অংশ। উপজেলার গাজীমাজি এলাকার আলগী নদী পাড়ের সড়কের প্রায় ২০০ মিটার অংশ ধসে পড়ে বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যানচলাচল ব্যহত হচ্ছে, ঘটছে দুর্ঘটনা।

মাসখানেক হলো সড়ক ধসে গেলেও নেই কোনো ধরনের সর্তকতামূলক ব্যবস্থা।সড়কটি দিয়ে উপজেলা সদরের বাণিজ্যিক এলাকা কালিশুরী, বরিশালের বাকেরগঞ্জ এবং ডিসি রোড হয়ে বরিশাল শহরে যাতায়াত করে থাকে বহু মানুষ।

সড়কটির সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ করেন।

আমরা ইতোমধ্যে সড়কটি মেরামতের জন্য পদক্ষেপ নিয়েছি। অতি দ্রুতই কাজ শুরু করব বলে জানান পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকোশলী আতিক উল্লাহ।

এর আগেও, সড়কটির একই স্থান ধসে পড়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে এটির পুনর্নিমাণ কাজ শেষ হয়। ৯ মাসের ব্যবধানে সড়কটি আবার ধসে পড়ে।

উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে সড়কটি পুননির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।