Home বাংলাদেশ সময়’ ও ‘৭১’ টেলিভিশনের টকশো বর্জনের আহ্বান বিএনপির

সময়’ ও ‘৭১’ টেলিভিশনের টকশো বর্জনের আহ্বান বিএনপির

4

সময়’ ও ‘৭১’ টেলিভিশনের টকশো বর্জনের আহ্বান বিএনপির

৮ আগষ্ট সোমবার বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সই করা এক চিঠিতে সময়’ ও ‘৭১’টেলিভিশনের টকশো বর্জনের এ আহ্বান জানানো হয়।এতে আগামী ৯ আগস্ট থেকে সময় ও ৭১ টিভির টকশোতে অংশগ্রহণ করা থেকে বিএনপি নেতাদের বিরত থাকার আহ্বান জানানো হয়।

বিএনপির যেসকল নেতা নিয়মিত টেলিভিশন টকশোতে অংশ নেন, এই চিঠি তাদেরকে পাঠানো হয়েছে এই চিঠি কীভাবে গণমাধ্যমে গেল তা আমার জানা নেই বলে জানান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির।