Home বাংলাদেশ স্কুলভবন থেকে সহোদর দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

স্কুলভবন থেকে সহোদর দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

310

স্কুলভবন থেকে সহোদর দুই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

একটি স্কুলের পরিত্যক্ত ভবন থেকে সহোদর দুই শিশুর বস্তাবন্দি লাশ দিনাজপুরের বিরল উপজেলায় উদ্ধার করা হয়েছে।২৫ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের একটি কক্ষ থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে পুলিশ। দুই সহোদর হলো- রিমন (৭) ও ইমরান (৩)। তারা বিরল পৌরসভার শংকরপুর এলাকার শরীফুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে শিশু দুটির পিতা শরীফুল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসীরা। এ সময় কক্ষের বাইরে বিষের বোতল পড়ে ছিল। পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমার ছেলে ও দুই নাতিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে আমার ছেলে কল করে বলে, নাতিদের যদি পেতে চাও তাহলে স্কুলে আসো। পরে সেখানে গিয়ে দুই নাতির লাশ দেখতে পাই বলে জানান রিমন ও ইমরানের দাদি।

ঘটনার পর থেকে হত্যার শিকার দুই শিশুর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।