দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ–২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা হলরুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহমুদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী , জনপ্রতিনিধি, খামারি, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।